বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
28 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

সিনিয়র সচিবের অগ্রাধিকারে অভ্যন্তরীণ নৌপরিবহন সার্বিক কার্যক্রম পরিদর্শন, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ

নদীবাংলা ডেস্ক,
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে নগরবাড়ীতে ‘আনুষঙ্গিক সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ’ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন। ছবি: বিআইডব্লিউটিএ

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফের কাছে অন্যতম অগ্রাধিকার অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের উন্নয়ন। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই যোগাযোগ মাধ্যমটিকে দক্ষ, নিরাপদ ও সেবাবান্ধব করা তাঁর আকাক্সক্ষা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপবিহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয় পরিদর্শন করেন। কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম ও গৃহীত নানা পদক্ষেপের বিষয়ে খোঁজ-খবর নেন। ঘুরে দেখেন দেশের বৃহৎ ও ব্যস্ততম নদীবন্দর ঢাকা নদীবন্দরের সার্বিক কার্যক্রম। অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বিআইডব্লিউটিএর চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেন। জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কাজ যাতে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় সে ব্যাপারেও বিভিন্ন দিক-নির্দেশনা দেন। সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেন। কারণ, জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষাই হচ্ছে সব ধরনের বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করা।

বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় পরিদর্শন

মোহাম্মদ ইউসুফ নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান ১০ নভেম্বর, ২০২৪ তারিখে। নিয়োগের এক সপ্তাহের মাথায় ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে তিনি মন্ত্রণালয়ের অধীন অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা কর্তৃপক্ষের তরফ থেকে সিনিয়র সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফকে ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে বিআইডব্লিউটিএর প্রধান দপ্তরে ফুল দিয়ে স্বাগত জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। ছবি: বিআইডব্লিউটিএ

এরপর বিআইডব্লিউটিএ ভবনের ৬ষ্ঠ তলায় কনফারেন্স রুমে সিনিয়র সচিবের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কমডোর আরিফ আহমেদ মোস্তফা এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্তৃপক্ষের পরিচিতি সিনিয়র সচিবের সামনে তুলে ধরেন। কর্তৃপক্ষের চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির বিষয়েও তাঁকে ধারণা দেন।

অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান ও সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোঃ মোয়াজ্জেম হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও চলমান প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা নদীবন্দর পরিদর্শন

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ ঢাকা নদীবন্দর পরিদর্শন করেন ২৩ নভেম্বর। ঢাকা নদীবন্দরের পক্ষ থেকে এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এ সময় সিনিয়র সচিবকে ব্যস্ততম এই বন্দরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং নদীবন্দরের নতুন ও পুরাতন টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিনিয়র সচিব নদীবন্দরটিতে যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

সিনিয়র সচিব মহোদয় ২৩ নভেম্বর, ২০২৪ তারিখে ঢাকা নদীবন্দরের কার্যক্রম ঘুরে দেখেন। ছবি: বিআইডব্লিউটিএ

বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ

ঢাকা নদীবন্দর পরিদর্শন শেষে ওইদিনই (২৩ নভেম্বর, ২০২৪) তিনি কর্তৃপক্ষের জাহাজযোগে পানগাঁও অভ্যন্তরীণ নৌ-কনটেইনার টার্মিনালে যান এবং টার্মিনালের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সেই সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। কনটেইনার পরিবহনে সড়ক নির্ভরতা কমাতে ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে অভ্যন্তরীণ নৌ-কনটেইনার টার্মিনালটি নির্মাণ করেছে। টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে ১ লাখ ১৬ হাজার টিইইউ।

সিনিয়র সচিব মহোদয় ২৩ নভেম্বর, ২০২৪ তারিখে নারায়ণগঞ্জের ডিইপিটিসি পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ শাহজাহান। ছবি: বিআইডব্লিউটিএ

সিনিয়র সচিব পরে পানগাঁও সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কার্গো জেটির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। অভ্যন্তরীণ নৌপথে কম খরচে খোলা পণ্য পরিবহনের মাধমে সড়কের ওপর চাপ কমাতে পানগাঁওয়ে জেনারেল কার্গো টার্মিনাল নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ।

সিনিয়র সচিব মহোদয় এরপর নৌপথে কর্তৃপক্ষের জাহাজযোগে নারায়ণগঞ্জের ডেক অ্যান্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেইনিং সেন্টারে (ডিইপিটিসি) যান। সেখানে ডিইপিটিসির অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ শাহজাহান সিনিয়র সচিব মহোদয়কে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সচিব মহোদয় এদিন নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল প্রকল্পের অগ্রগতি প্রত্যক্ষ করেন। অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার ও খোলা-সব ধরনের পণ্য পরিবহনে জোর দিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ নদীবন্দর টার্মিনাল এবং খানপুর ড্রেজার বেইজও ঘুরে দেখেন।

সিনিয়র সচিবের এই পরিদর্শনকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক (বন্দর ও পরিবহন) জনাব এ, কে, এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী (পুর) জনাব মোঃ মহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট বন্দরের কর্মকর্তা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

নগরবাড়ী নদীবন্দর নির্মাণ প্রকল্প পরিদর্শন

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন নগরবাড়ীতে আনুষঙ্গিক সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন। কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সিনিয়র সচিব মহোদয়কে স্বাগত জানান। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পাবনার নগরবাড়ী ঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পণ্য বিতরণের অন্যতম কেন্দ্র এটি। এ ঘাটে মূলত সার, সিমেন্ট, পাথর, বালু, কয়লা, খাদ্যসামগ্রী এবং অন্যান্য খোলা পণ্য ওঠানো-নামানো হয়। আরিচা নদীবন্দরের আওতায় ১৯৮৩ সালে নগরবাড়ী বন্দরের কার্যক্রম শুরু হয়।

উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে নগরবাড়ীতে আধুনিক নদীবন্দর নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন, ড্রেজিং, পাকা জেটি, তীর রক্ষা বাঁধ, সংযোগ সড়ক, স্টিল গ্যাংওয়ে, পন্টুন, কাঁটাতারসহ সীমানা প্রাচীর, যাত্রী ছাউনি, পাকা সিঁড়ি, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান, বন্দর ভবন, প্রশাসনিক ভবন, পরিদর্শন বাংলো, ডরমিটরি ও পাইলট হাউজ নির্মাণ। প্রকল্পটি শেষ হলে নগরবাড়ীতে একসাথে ১০টি জাহাজ পণ্য খালাস করতে পারবে। এখানে অটোমেশন সুবিধা থাকবে। ফলে পণ্য খালাসে গতি বাড়বে।

বর্ণাঢ্য কর্মজীবন

মোহাম্মদ ইউসুফ একজন দক্ষ সিভিল সার্ভেন্ট। প্রশাসন, অর্থ ও সামষ্টিক অর্থনীতি, কৃষি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তাঁর রয়েছে ৩২ বছরের কাজের অভিজ্ঞতা। সরকারের বিভিন্ন বিভাগের নেতৃত্বদান; কৃষি, পানি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতি প্রণয়ন; অর্থনৈতিক সম্পদ বণ্টন; বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তাঁর সাফল্য ঈর্ষনীয়। পাবলিক সার্ভিস, কৌশলগত সুশাসন ও উন্নয়নের প্রতি যে অঙ্গীকার তার প্রতিফলন তাঁর কর্মজীবনেই দৃশ্যমান।

১০ নভেম্বর, ২০২৪ তারিখে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি শাখার অতিরিক্ত সচিব, একই শাখায় যুগ্ম-সচিব ও উপ-সচিব, পটুয়াখালীর জেলা প্রশাসক, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব, ঢাকা জেলার অতিরিক্ত উপ-কমিশনার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়ন সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এ. (অনার্স) সম্পন্ন করেন সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম স্থান নিয়ে। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এম.এ. সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম হন। মোহাম্মদ ইউসুফ পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতিতে এমএসসি ডিগ্রি নেন।

তাঁর কিছু প্রকাশনাও রয়েছে। এগুলো হলো ২০০৯ সালে প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ: ভালনারেবিলিটি, অ্যাডাপটেশন অ্যান্ড ফান্ডিং ফর বাংলাদেশ’, ২০১৩ সালে প্রকাশিত ‘ইলাস্টিসিটি অ্যান্ড বয়ান্স অব মেজর ট্যাক্স ক্যাটেগোরিজ: এভিডেন্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইটস পলিসি ইপ্লিকেশন্স’ এবং ২০১৫ সালে প্রকাশিত ‘ট্যাক্স রিফরম অ্যান্ড গুড গভার্ন্যান্স: এম্পিরিক্যাল এভিডেন্স ফ্রম বাংলাদেশ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here