বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

শনিবার, মার্চ ১, ২০২৫
22 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নদীবাংলা ডেস্ক,

দীর্ঘদিনের যাত্রী হয়রানী রোধ করে কাঙ্ক্ষিত সেবা প্রদাণের লক্ষ্যে ইজারা প্রথা বাতিলপূর্বক বিআইডব্লিউটিএর একক ব্যবস্থাপনায় চট্টগ্রামের সীতাকুণ্ডুর কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌপরিবহন কার্যক্রম চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে চট্টগ্রামে বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম জেলা পরিষদের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা
স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্ব স্ব সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
পরে সিনিয়র সচিব মহোদয় সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘাট উন্মুক্ত করে কুমিরাঘাটে বিআইডব্লিউটিএর টার্মিনালে কর্মচারী দ্বারা সরাসরি শুল্ক আদায় কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন এবং সন্দ্বীপ প্রান্তে গুপ্তছড়ায় বিআইডব্লিউটিএ’র যাত্রী ছাউনি প্রাঙ্গণে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here