বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

৩৩৩ কোটি টাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন অনুমোদন

পুরাতন ব্র্রহ্মপুত্র নদ খননের জন্য চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৩৩৩ কোটি ২৩ লাখ টাকা। একাধিক ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করবে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৬ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য এদিন একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ছিল চারটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি। ক্রয় কমিটি অনুমোদিত পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪৪৬ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৯৯১ টাকা। ব্যয়ের পুরোটাই আসবে সরকারি তহবিল থেকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএর ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্পের পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং/খননের প্যাকেজ-৩, লট-১ এর পূর্ত কাজ এসএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের কাছ থেকে ৬১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ২০৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের প্যাকেজ-৪, লট-২ এর পূর্ত কাজ যৌথ উদ্যোগের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৯৮ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৯২৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজ-৪, লট-৩ এর পূর্ত কাজ ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৩৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া প্যাকেজ-৪, লট-৪ এর পূর্ত কাজ যৌথ উদ্যোগের সোনালি ও এনডিইর কাছ থেকে ৮৭ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here