বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে মেঘনায় লাইটার জাহাজডুবি

ঘন কুয়াশার কারণে ১১ লাখ লিটার জ্বালানি তেলভর্তি একটি লাইটার জাহাজ আরেকটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে গেছে। ২৫ ডিসেম্বর ভোরে ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাগর নন্দিনী-২ নামে লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চাঁদপুরের পদ্মা ডিপোর দিকে যাচ্ছিলো। ভোর ৪টার দিকে তুলাতুলি মাঝের চরে আরেকটি জাহাজ এটিকে ধাক্কা দিলে মেঘনা নদীতে ডুবে যায় সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

জাহাজটি ডুবে যাওয়ার পর নদীতে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় জনগণ কনটেইনারে করে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করেন। নদীদূষণ রোধে কোস্টগার্ডের একটি দলও খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে দুর্ঘটনার পর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আরেকটি জাহাজ ডুবে যাওয়া জাহাজের ১৩ জন ক্রুকে উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here