বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

১০টি টাগবোটের নির্মাণকাজ শুরু

ড্রেজার ও নন-প্রোপেল্ড ভেসেল দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য ১০টি টাগবোট সংগ্রহ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বোলার্ড পুলার প্রতিটি টাগবোটের ওজন ১২ টন। টাগবোটগুলো সংগ্রহে ব্যয় হচ্ছে ১৬৬ কোটি ৯৭ লাখ টাকা। আরো সাতটি টাগবোট সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে, যেজন্য ব্যয় হবে প্রায় ৯৮ কোটি টাকা।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি ১২ জুন নারায়ণগঞ্জের সোনাকান্দার বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে টাগবোটগুলোর নির্মাণকাজের (কিল লেয়িং) উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, নদীপথ রক্ষার বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালেই অনুভব করেছিলেন। তাই নৌপথ খননের লক্ষ্যে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। এর পরে ২০০৮ সাল পর্যন্ত কোনো সরকার আর ড্রেজার সংগ্রহ করেনি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে ৩৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও অব্যাহত আছে।

অন্যদের মধ্যে এই সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নির্মাণকারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জামান এবং প্রকল্প পরিচালক বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) এমএ মতিন।

বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় টাগবোটগুলো সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ২০২৩ সালের মে মাসের মধ্যে টাগবোটগুলোর নির্মাণকাজ সম্পন্ন করবে।

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ’র ড্রেজারের সংখ্যা বৃদ্ধি এবং ড্রেজিং সক্ষমতা ৩২৫ লাখ ৬০ হাজার ঘনমিটার বৃদ্ধির লক্ষ্যে ৩৫টি ড্রেজারসহ ১৬১টি জলযান সংগ্রহের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অধীনে যে ৩৫টি ড্রেজার সংগ্রহ করা হবে তার মধ্যে আছে দুটি ২৮ ইঞ্চি, আটটি ২৪ ইঞ্চি, আটটি ২০ ইঞ্চি, নয়টি ১৮ ইঞ্চি, দুটি ১২ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, দুটি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার, দুটি ওয়াটার ইনজেকশন/জেটিং ড্রেজার ও দুটি সেল্ফ প্রোপেল্ড পন্টুন মাউন্টেড গ্রাব ড্রেজার। ৩৫টি ড্রেজারসহ ১৬১টি জলযান সংগ্রহের জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪ হাজার ৪৮৯ কোটি ৩ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here