বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

হালদা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নদীবাংলা ডেস্ক,

হালদা নদী থেকে গত তিন মাসে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এর মধ্যে গত ১২ জানুয়ারি চট্টগ্রামের সদরঘাট নেভাল পুলিশ রাউজান উপজেলায় হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। নেভাল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এরপর ১৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আরও ৬ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন, এর ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ৩১ জানুয়ারি তার নেতৃত্বেই আরেকটি অভিযান পারিচালিত হয়। সেবার উদ্ধার করা হয় ২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল।

সদরঘাট নেভাল পুলিশ হালদা নদীর দুটি পয়েন্টে অভিযান পরিচালনা করে ১৩ ফেব্রুয়ারি। সেবারের অভিযানে উদ্ধার করা হয় মোট ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল। নেভালের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও উপপরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। পরের মাসে অর্থাৎ ৭ মার্চ সদরঘাট নেভাল পুলিশ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে উদ্ধার করে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। একই মাসে অর্থাৎ ২১ মার্চ জব্দ করা হয় আরও ১০ হাজার মিটার জাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here