বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

হালদা নদীকে ‘বঙ্গবন্ধু জীববৈচিত্র্য-সমৃদ্ধ ঐতিহ্য হালদা’ ঘোষণা

রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের আধার হালদা নদীকে ‘বঙ্গবন্ধু জীববৈচিত্র্য-সমৃদ্ধ ঐতিহ্য হালদা’ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। ১৮ মার্চ পরিবেশ, বন ও জ লবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জীববৈচিত্র্য-বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিবেশমন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের ফলে হালদা নদীতে কার্পজাতীয় মাছের প্রজনন নির্বিঘ্ন, ডলফিন সুরক্ষা, দূষণ কমানোসহ সামগ্রিক জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণ সহজ করতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে। বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭ অনুযায়ী গঠিত জাতীয় জীববৈচিত্র্য কমিটি জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও ঘোষণার জন্য পরামর্শ প্রদান এবং ঘোষিত এলাকার ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত নির্দেশনা প্রদান করবে।

বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদ অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকার দায়বদ্ধ মন্তব্য করে পরিবেশমন্ত্রী বলেন, এছাড়াও জাতিসংঘের জীববৈচিত্র্য সনদের পক্ষ হিসেবে জীববৈচিত্র্য সংরক্ষণ ও উপাদানগুলোর টেকসই ব্যবহার, জীবসম্পদ ও সংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার করে পাওয়া সুফলের সুষ্ঠু ও ন্যায্য হিস্যা বণ্টন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here