বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

স্মার্ট সংস্থায় পরিণত হবে বিআইডব্লিউটিএ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

২০৪১ সালের উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) স্মার্ট সংস্থায় পরিণত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, এমপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ১০ ফেব্রুয়ারি বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, নৌপথ তৈরি, ধরে রাখা ও মানোন্নয়নে বিআইডব্লিউটিএর ভ‚মিকা অপরিসীম। তাদের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ একটি স্মার্ট সংস্থায় পরিণত হয়ে নিজের ভূমিকা যথাযথভাবে পালন করবে।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে এসেছে। নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে তারা বিআইডব্লিউটিএ এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছে।

বিআইডব্লিউটিএর বিদায়ী চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here