বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

স্পিডবোট, লাইফ জ্যাকেটসহ অন্যান্য সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিআইডব্লিউটিএ

নদীবাংলা ডেস্ক,

পর্যাপ্ত সংখ্যক স্পিডবোট, লাল বোট ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তারই অংশ হিসেবে ফেনী ও কুমিল্লা জেলার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর নৌ-সওপ বিভাগ কর্তৃক মাওয়া এবং নারায়ণগঞ্জ থেকে ২০টি স্পিডবোট নিয়োজিত করা হয়েছে। নৌ-নিট্টা বিভাগ কর্তৃক চট্টগ্রাম থেকে ১০টি লাল বোট,২টি স্পিডবোট এবং ৩টি কাঠের বোট দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কাজে ব্যবহারের জন্য নৌ-নিট্টা বিভাগ, নারায়নগঞ্জ থেকে ১১৮টি কলারযুক্ত লাইফ জ্যাকেট, ১৯২টি নরমাল লাইফ জ্যাকেট ও ১২০টি কলারছাড়া লাইফ জ্যাকেট পাঠানো হয়েছে। এর বাইরে ২০টি রেইনস্যুট বিডি, ২০টি লাইফ বয়া, ১২ কেজি লাইলন রশি, ২৫ জোড়া গামবোট ও ৫টি চায়না রেইনস্যুট বন্যাদুর্গত এলাকায় সরবরাহ করা হয়েছে।

এদিকে বন্যার্তদের সহযোগিতার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here