সোনামুড়া-দাউদকান্দি প্রটোকল রুট উদয়পুর পর্যন্ত ৪০ কিলোমিটার বর্ধিত করার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরি। দেশটির কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।
ত্রিপুরার অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থায় যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও সমাধানের অনুরোধ জানিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে সোনামুড়া-দাউদকান্দি প্রটোকল রুটের মাধ্যমে ত্রিপুরার গোমতী ও বাংলাদেশের মেঘনা নদীর মধ্যে সংযোগ প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি। পাশাপাশি ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট সোনমুড়া-দাউদকান্দির আন্তর্জাতিক সীমানার বাইরে বাংলাদেশ অংমে ২০ কিলোমিটার ড্রেজিংয়ের অনুরোধ জানানো হয়েছে।
সুশান্ত চৌধুরি তার চিঠিতে বলেছেন, সোনামুড়া-দাউদকান্দি নৌপথের সাথে বাংলাদেশের আশুগঞ্জ, মোংলা ও চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা যেতে পারে। পাশাপাশি গঙ্গা (জাতীয় নৌপথ-১), ব্রহ্মপুত্র (জাতীয় নৌপথ-২), বরাক (জাতীয় নৌপথ-১৬) এর মতো ভারতের গুরুত্বপূর্ণ নদীগুলোর সাথে সংযোগ স্থাপন করে সমুদ্রপথের মাধ্যমে কলকাতার হলদিয়া বন্দর এবং মিয়ানমারের কালাদান প্রকল্পের সিতওয়ে বন্দরের সাথে সংযোগ প্রতিষ্ঠা করা যেতে পারে।
পর্যটনকে শক্তিশালী ও গোমতী নদী পারাপার সহজ করতে অন্তত ছয়টি যাত্রীবাহী নৌযান ক্রয়ের প্রস্তাবের অনুমোদনও চেয়েছেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী। ত্রিপুরা টাইমস