আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে পরিবেশবাদীদের সমাবেশে নদীর অস্তিত্ব রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। ১৪ মার্চ দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুরমা রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে সিলেট নগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটসহ দেশের প্রাকৃতিক সম্পদের বড় অংশজুড়ে রয়েছে নদী। তাই এই প্রকৃতিকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। দখল-দূষণের মাধ্যমে নদীকে আমরা প্রতিনিয়ত বিপন্ন করে তুলছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে নদীর অস্তিত্বকে রক্ষা করতে হবে।