ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতা ও
ঈদ উল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন, ২০২৪) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রফিকুল হক এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা হকারমুক্ত রাখা, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা, যাত্রী হয়রানি বন্ধ করার মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, আইডল/অননুমোদিত বার্দিং বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো: ইসমাইল হোসেন বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সকলকে নিয়ে একযোগে কাজ করছি।
এ সময় অভ্যন্তরীণ নৌ- চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় এমভি মানিক -৯কে (রেলিং না থাকায়) ২০০০ টাকা, বাগেরহাট- ২কে ( অবৈধ বার্দিং)
৫০০০ টাকা, রাজারহাট -বিকে (রেলিং না থাকায়)
৩০০০ টাকা ও রাজদূত প্রাইমকে (রেলিং না থাকায়)
৩০০০ টাকাসহ মোট ১৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিআডব্লিউটিএর কর্মকর্তাবৃন্দ, নৌপুলিশ ও আনসার সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।