বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য ১৩ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে সদর দপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত কর্মচারী রয়েছেন দুইজন, গ্রেড-১০ থেকে গ্রেড১৬ ভুক্ত একজন ও গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত কর্মচারীর সংখ্যা তিনজন। এ ছাড়া মাঠ পর্যায়ের দপ্তর/নদীবন্দরসমূহ থেকে গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত তিনজন, গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত তিনজন ও গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত একজন কর্মচারী শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
সদর দপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত যে দুজন ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন ঢাকা নৌনিট্রা বিভাগের যুগ্ম পরিচালক জনাব মোঃ এনামুল হক ভুঁঞা এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগের উপপরিচালক সালমা আফরোজ। গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত শ্রেণিতে পুুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন হিসাব বিভাগের সহকারী জনাব মোঃ আব্দুর রহিম পাটোয়ারী। সদর দপ্তরের গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্ত পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রশাসন ও মানবসম্পদ বিভাগের নিরাপত্তা প্রহরী জনাব মোঃ আব্দুস সালাম মিয়া, অফিস সহায়ক জনাব মোঃ ইসমাইল বিশ^াস ও পরিচ্ছন্নতা কর্মী জনাব রিপন দাস।
মাঠ পর্যায়ের অফিসের পুরস্কারপ্রাপ্ত গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্তরা হলেন বরিশাল নৌসওপ বিভাগের যুুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ সেলিম, চাঁদপুর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আমজাদ হোসেন ও নগরবাড়ী কাটিরহাট নরাদহ নদীবন্দর, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াকিল। পুরস্কারপ্রাপ্ত গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ ভুক্ত কর্মীরা হলেন নারায়নগঞ্জ নদীবন্দর, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী সমন্বয় কর্মকর্তা জনাব মোহাম্মদ ইসমাইল, দুরন্ত জাহাজ, নারায়নগঞ্জ এমএমই বিভাগের ড্রাইভার-১ জনাব আলাউদ্দিন ও প্রত্যয় জাহাজ নৌসওপ বিভাগ, নারায়নগঞ্জের অফিসার্স কুক জনাব মোঃ সাজেদুল কাইয়ুম। মাঠ পর্যায়ে গ্রেড-১৬ থেকে গ্রেড-২০ বিভাগে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন পরিদর্শী জাহাজ নৌসওপ বিভাগ, নারায়নগঞ্জের (বর্তমানে মাওয়া) লস্কর জনাব মোঃ মেহেদি হাসান।
পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে।