নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাটে ইঞ্জিনচালিত একটি নৌকা ফেরির সাথে ধাক্কা লেগে ডুবে গেলে এর তিনজন যাত্রী নিহত হন। ১৪ অক্টোবর রাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭-৮ জন যাত্রী নিয়ে নৌকাটি নবীগঞ্জ ফেরীঘাট থেকে হাজীগঞ্জ ফেরীঘাটের দিকে যাচ্ছিল। নদীর মাঝ বরাবর পৌঁছালে ফেরির সাথে ধাক্কা খায় নৌকাটি। এতে করে রাত সাড়ে ১০টার দিকে এটি ডুবে যায়। নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ থাকেন। পরে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।