বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
18 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

লঞ্চের ডেক ও বসে যাওয়া শ্রেণির যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ

করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী লঞ্চের শুধু ডেক ও বসে যাওয়া শ্রেণির যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চের ডেক শ্রেণি ও বসে যাওয়া শ্রেণির ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে, যা ১ এপ্রিল কার্যকর ধরা হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি ১ এপ্রিল মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের এসব তথ্য জানান। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নৌ-পরিবহন মন্ত্রণালয় যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র প্রস্তাব অনুমোদন করে।

অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চের বিদ্যমান ভাড়া ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ১ টাকা ৭০ পয়সা; ১০০ কিলোমিটারের অধিক দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ১ টাকা ৪০ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা।

করোনাভাইরাস সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করার ফলে নতুন ভাড়া দাঁড়িয়েছে ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার জনপ্রতি ২ টাকা ৭২ পয়সা; ১০০ কিলোমিটারের অধিক দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ২ টাকা ২৪ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৮ টাকা ৮০ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here