বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

যশোরে ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নিয়ে জরুরি সভা

নদীবাংলা ডেস্ক,

আজ ০৯-০৭-২০২৪ মঙ্গলবার অভয়নগর  উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাননীয় সংসদ সদস্য যশোর -৪ এর সভাপতিত্বে

খুলনা-নোয়াপাড়া ভৈরব নদীর ড্রেজিংকৃত মাটি, বালি ফেলানোর কার্যক্রম নিয়ে সোমবার (৯ জুলাই, ২০২৪) অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। যশোর-৪ আসনের সংসদ সদস্য জনাব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীগণ, নির্বাহী প্রকৌশলী (পুর), ড্রেজিং বিভাগ এবং নোয়াপাড়া বন্দর ও পরিবহন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ড্রেজিংকৃত মাটি ফেলানোর পর্যাপ্ত জায়গার সংকট এবং ড্রেজিংকৃত মাটি কাদা হওয়ায় নিলামে বিক্রয় বিজ্ঞপ্তি দেয়া সত্ত্বেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তাতে অংশ না নেওয়ার বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়। তিনি ড্রেজিংকাজ চলমান রাখতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here