ভৈরব নদ পুনঃখননের কাজ মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ১০ মার্চ উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি সম্মানিত অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন।
ফরহাদ হোসেন বলেন, খননের ফলে ভৈরব নদে নানা প্রজাতির মাছ ফিরে আসছে। পুনঃখননের ফলে কৃষির অবস্থাও বদলে গেছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব-দ্বীপ পরিকল্পনার আওতায় নদী পুনঃখননের ফলে পানির স্তর আবার বাড়তে শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মনসুর আলম। অন্যদের মধ্যে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিম) আবদুল হাকিম, মেহেরপুরের পুলিশ সুপার রফিউল আলম ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।