বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার

মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লাইটার জাহাজ সাগর নন্দিনী-২ বেসরকারি দুইটি উদ্ধারকারী বার্জের সহায়তায় বিআইডব্লিউটিএ এবং কোস্ট গার্ড উদ্ধার করেছে। দুর্ঘটনার সাতদিন পর ১ জানুয়ারি সকালে জাহাজটি ভোলায় মেঘনা নদীর তুলাতুলি পয়েন্ট থেকে টেনে তোলা হয়। উদ্ধারের পর জাহাজের ভেতরে থাকা তেল সাগর নন্দিনী-৩ নামে আরেকটি ট্যাংকারে সরিয়ে নেওয়া হয়।

১১ লাখ লিটার তেল নিয়ে সাগর নন্দিনী-২ গত ২৫ ডিসেম্বর ভোররাতে ভোলায় মেঘনা নদীতে ডুবে যায়। চট্টগ্রাম থেকে তেল নিয়ে জাহাজটি চাঁদপুরে যাচ্ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি জাহাজ ডুবে যাওয়া জাহাজের ১৩ জন ক্রুকে উদ্ধার করে।

বিআইডব্লিউটিএর নেতৃত্বাধীন এই উদ্ধার অভিযানে সহযোগিতা দেয় বাংলাদেশ কোস্ট গার্ড, বেসরকারি উদ্ধার কোম্পানি এবং মোংলা বন্দরের জাহাজ অগ্নি প্রহরী। বিআইডব্লিউটিএর দুইজনসহ মোট পাঁচজন ডুবুরি বিরতিহীন কাজ করেন।

বিআইডব্লিউটিএর মেরিন ম্যানেজমেন্ট ও কনজার্ভেশন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম বলেন, এই ধরনের জাহাজ উদ্ধারে সাধারণত দুই-তিনদিন সময় লাগে। কিন্তু মেঘনায় প্রচণ্ড স্রোতের কারণে আমাদের ডুবুরিরা ঠিকমতো কাজ করতে পারেননি। এ কারণে জাহাজটি উদ্ধারে সাতদিন লেগে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here