বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

মুন্সিগঞ্জে ধলেশ্বরী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নদীবাংলা ডেস্ক,

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে বুধবার (২৬ জুন, ২০২৪) পরিচালিত অভিযানে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরবর্তী মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর জায়গা দখল করেছে গড়ে তোলা উল্লেথযোগ্য সংখ্যক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনের অভিযানে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে একটি জ¦ালানি তেলের দোকান, চায়ের দোকান, একটি খাবারের হোটেল, একাধিক চায়ের টং দোকানসহ বিভিন্ন স্থাপনা। উদ্ধারকৃত জায়গায় মানুষের চলাচলের জন্য ওয়ার্কওয়ে ও বৃক্ষরোপণ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক এসএম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here