ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লঞ্চকে জরিমানাবিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শনিবার (১৫ জুন, ২০২৪) পাঁচটি লঞ্চকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মোঃ মনিরুজ্জামানসহ বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঢাকা নদীবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এমভি গ্লোরী অব শ্রীনগর -৭ লঞ্চটির সিড়িতে রেলিং না দেয়ায় তিন হাজার টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিংয়ের চেষ্টা করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এদিন বিকেল ৩টা ২০ মিনিটে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা নদীবন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এমভি প্রিন্স আওলাদ -১০ লঞ্চটির সিড়িতে রেলিং না দেয়ায় তিন হাজার টাকা, এমভি আল সাফিনফিন সাত্তার খান লঞ্চটির সিড়ি দূর্বল ও সিড়িতে রেলিং না দেয়ায় পাঁচ হাজার টাকা এবং এমভি বালিয়া লঞ্চটির সিড়ি দূর্বল ও সিড়িতে রেলিং না দেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নৌপুলিশ, আনসারও বিআইডব্লিউটিএর কর্মকর্তা/কর্মচারীগন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।