দক্ষিণ ভিয়েতনামের অভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা, দক্ষতা ও নিরাপত্তা উন্নয়নে দেশটির জন্য ১০ কোটি ৭০ লাখ (১০৭ মিলিয়ন) ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। পাশপাশি দেশটির পরিবহন খাতের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসেও ভূমিকা রাখবে এই বিনিয়োগ। ২২ জুন এই ঋণ অনুমোদন করেছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।
ঋণের এই অর্থ ভিয়েতনামের সাউদার্ন ওয়াটারওয়ে করিডোরস অ্যান্ড লজিস্টিকস ডেভেলপমেন্ট প্রজেক্টে ব্যয় হবে। প্রকল্পটিও একই দিনে অনুমোদিত হয়েছে, যার উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ করিডোরে কার্গো পরিবহন বাড়ানো। সেই সাথে পরিবহনের সময় কমিয়ে আনা।
প্রকল্পটি ভিয়েতনামের প্রধান উৎপাদন কেন্দ্রকে দেশের প্রধান গভীর সমুদ্রবন্দরের সাথে সংযুক্ত করা, যাতে করে রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি পায়। পাশাপাশি আটটি প্রদেশ ও নগরের অভ্যন্তরীণ নৌ অবকাঠামোও আধুনিকায়ন করা হবে এর আওতায়।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ভিয়েতনামের পরিবহন মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে, যাতে ব্যয় হবে ১৬ কোটি ৮০ লাখ ডলার। ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
বিশ^ব্যাংক বলছে, ভিয়েতনামের পরিবহন খাতকে কার্বন নিঃসরণমুক্ত করতে কার্গো পরিবহন অভ্যন্তরীণ নৌপথে স্থানান্তরের বিকল্প নেই। ভিয়েতনামের পরিবহন খাতের নির্গত গ্রিনহাউস গ্যাসের ৮০ শতাংশের জন্য দায়ী সড়কপথ। পরিবহনের এই মাধ্যমটি অভ্যন্তরীণ নৌপথের ছয়গুণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে থাকে। দ্য ইনভেস্টর