বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে ২৯ জুন যাত্রীবাহী একটি লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৩৪ জন মারা গেছেন। মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ২৯ জুন সদরঘাটে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই সময় ঘাটে নোঙর করে রাখা ময়ূর-২ নামের একটি লঞ্চ ঘোরানোর সময় সেটি ধাক্কা দিয়ে মর্নিং বার্ডের উপরে উঠে যায়। এতে মর্নিং বার্ড ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

লঞ্চটি ডুবে যাওয়ার পর সারাদিনের উদ্ধার অভিযানে ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ৩০ জুন লঞ্চটি টেনে তোলার সময় আরও একজনের মরদেহ পাওয়া যায়। বেলা আড়াইটায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here