বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
26 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

নদীবাংলা ডেস্ক,

ঈদুল ফিতরের ৯ দিনের দাপ্তরিক ছুটি শেষে রোববার (৬ এপ্রিল, ২০২৫) প্রথম কর্ম দিবসের প্রত্যুষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা তাঁর কার্যালয়ে কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতিসহ নেতৃবৃন্দ, এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে ঈদ কোলাকুলি (আরবিতে মুয়ানাকা) করেন।

এ বছর ঈদুল ফিতরে দেশব্যাপী সকল নদীবন্দরে নৌপরিবহন উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সুদূরপ্রসারী নির্দেশনা, পর্যবেক্ষণ ও কর্তৃপক্ষের সদস্যত্রয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল নদীবন্দরের দায়িত্ব¡প্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের নিরলস পরিশ্রমে সংশ্লিষ্ট সকল নৌপথে সুষ্ঠু, দুর্ঘটনামুক্ত, নিরাপদ এবং সাবলীলভাবে ঈদযাত্রা সম্পন্ন হয়েছে। যাত্রীসাধারন, শুভানুধ্যায়ী, সকল স্টেকহোল্ডারগণ, গণমাধ্যমকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন প্রশাসনিক মহলে কর্তৃপক্ষের সকল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা পেয়েছে। বিআইডব্লিউটিএ সর্বদা যাত্রী সাধারণের নিরাপদ এবং সুষ্ঠু নৌ চলাচলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here