গভীর শোক ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২০ পালন করেছে বিআইডব্লিউটিএ। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিআইডব্লিউটিএ’র প্রধান দপ্তরসহ ঢাকা নদী বন্দর, বরিশাল নদী বন্দর, চট্টগ্রাম নদী বন্দর ও অন্যান্য দপ্তরে দোয়া মাহফিল এবং নৌশ্রমিক, মাঝি ও অসহায়দের খাবার প্রদান করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বঙ্গবন্ধুকে কর্মে ও চেতনায় ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহবান জানান।