বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বিআইডব্লিউটিএর ছাড়পত্র ছাড়া কোনো সেতু নয়

কোন নদীর ওপর কেমন উচ্চতার সেতু নির্মাণ করা যাবে, সে বিষয়ে বিআইডব্লিউটিএর ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র ছাড়া কেউ সেতু নির্মাণ করতে পারবে না বলে জেলা প্রশাসকদের জানিয়ে দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, এমপি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশের নদীগুলোর ওপর যেসব কম উচ্চতার সেতু বানানো হচ্ছে, সে বিষয়ে জেলা প্রশাসকদের কাছে স্পষ্ট বার্তা গেছে।

তিনি বলেন, আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ছাড়পত্র দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া সড়ক, এলজিইডি, সেতু বিভাগ কেউ যেন কোনো সেতু নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি। আমরা চাই আমাদের নৌ প্রবাহ যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয়, তাহলে মানুষ থেমে যাবে। তেমনি নদীমাতৃক বাংলাদেশেও পানি প্রবাহিত না হলে বাংলাদেশ থেমে যাবে, দুর্বল হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here