বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বাংলাদেশের বিশেষজ্ঞদের রামনগর নদীবন্দর পরিদর্শন

গঙ্গা, ব্রহ্মপুত্র ও হুগলি নদী ব্যবস্থার প্রয়োগরাজ-হলদিয়া ন্যাশনাল ওয়াটারওয়ে-১ দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহনের পরিকল্পনায় আরেক ধাপ অগ্রগতি হয়েছে। নৌপথটিতে পণ্য পরিবহনের সম্ভাব্যতা খতিয়ে দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের ১৪ ফেব্রুয়ারি রামনগর বিমানবন্দর পরিদর্শনের মধ্য দিয়ে এই অগ্রগতি হলো।

পোর্ট অব কল হিসেবে রামনগর নদীবন্দরকে ব্যবহার করা সম্ভব কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ১৪ ফেব্রুয়ারি ভারতে যান এবং নদীবন্দরটি পরিদর্শন করেন। নদীবন্দরটিতে বিদ্যমান সব স্থাপনা ও সুযোগ-সুবিধা ঘরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। দেশে ফিরে প্রতিনিধি দলের প্রতিবেদন দাখিল করার কথা, যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা রামনগর নদীবন্দরে পৌঁছলে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটিব অব ইন্ডিয়ার (আইডব্লিউএআই) কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি এর আগে সাহিবগঞ্জ পরিদর্শন করেন।

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অব ইন্ডিয়ার (আইডব্লিউএআই) পরিচালক (বারানসি) রাকেশ কুমার এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে জাহাজ আসে কেবলমাত্র কলকাতায়। উভয় দেশের সরকরা সম্মত হলে কাস্টমস ক্লিয়ারেন্সসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে রামনগর নদীবন্দরটি ব্যবহার করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here