কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ২৮ ফেব্রুয়ারি তিন শতাধিক পাকা-আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নদীর জমি দখলমুক্ত করা হয়েছে ৫০০ একর।
কক্সবাজার জেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, এর আগে আমরা বাঁকখালী নদীর ৫০০ থেকে ৬০০ একর জমি অবৈধভাবে দখল করা হয়েছে বলে জানিয়েছিলাম। সময়ের পরিক্রমায় এই পরিমাণ এখন ৮০০ একর বলে আমরা ধারণা করছি। নদীর শহর অংশের ১২ কিলোমিটার এলাকায় কয়েকশ দখলদার রয়েছে। হাইকোর্টের নির্দেশে যতক্ষণ পর্যন্ত উচ্ছেদ শেষ না হবে ততদিন অভিযান চলবে।
অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক (নদীবন্দর) নয়ন শীল বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে বাঁকখালী নদীর ফোরশোর অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে নদীর অভ্যন্তরে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।