বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বরিশাল অঞ্চলের ২০ নদী খননের সিদ্ধান্ত

নাব্যতা উন্নয়নে পদ্মাসহ বরিশাল অঞ্চলের ২০টি নদী খননের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বরিশাল সদর উপজেলার সম্মেলন কক্ষে ২ ডিসেম্বর সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থার মেরিন ম্যানেজমেন্ট ও কনজার্ভেশন বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন সরকার।

তিনি বলেন, জরিপ সম্পন্নের পর ২০টি নদীর ১২টি নৌপথের ৪৭টি পয়েন্টে ৩০ লাখ ঘনফুট খননের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। এজন্য ১২ থেকে ১৫ কোটি টাকা এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। ১৭টি ড্রেজারের সাহায্যে এই খনন করা হবে।

সদর উপজেলার চেয়ারম্যান ও বরিশাল লঞ্চ মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান বলেন, দ্রুত খনন না হলে নদীগুলো নাব্যতা হারিয়ে ফেলবে। এর প্রভাব পড়বে নৌ চলাচলের ওপর।

বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, দ্রুত খননকাজ না করলে বরিশাল নদীবন্দরের কার্যক্রম কঠিন হয়ে পড়বে।

জানা গেছে, ড্রেজড ম্যাটেরিয়াল যাতে পুনরায় নদীতে না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রেজড ম্যাটেরিয়াল অপসারণে নতুন দুটি ড্রেজিং মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here