বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বরগুনার তিনটি নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণার সুপারিশ

বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বলেশ্বর ও বিষখালীর নির্দিষ্ট কিছু এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা জরুরি বলে মত দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের একটি গবেষণা দল। তা না হলে এই এলাকায় ইলিশের প্রাপ্তি ক্রমান্বয়ে কমতে থাকবে বলে জানিয়েছে তারা। এই তিনটি নদীসহ সাগর মোহনায় গবেষণা শেষ করে এ তথ্য দিয়েছে গবেষণা দলটি।

ওয়ার্ল্ড ফিশের গবেষক মীর মোহাম্মাদ আলী জানান, তিন নদী ও মোহনায় ডিম পাড়তে আসে মা ইলিশ। সেই সময় তারা নদী মোহনার অবৈধ সূক্ষ্ম ফাঁস জালে আটকা পড়ে। বেশির ভাগ পোনা ইলিশ সাগর থেকে মিঠা পানি ও মাটি খেয়ে বড় হতে চলে আসে এই তিন নদী ও মোহনায়। তবে সেসব পোনা মাছও আটকা পড়ে এসব জালে। তাই বছরের পর বছর কমে আসছে ইলিশের পরিমাণ। এমন অবস্থা চলতে থাকলে দক্ষিণ বঙ্গোপসাগরে ইলিশ পাওয়া যাবে না। তাই দ্রুত এ এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা জরুরি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীকে অভয়াশ্রম ঘোষণার জন্য ইতোমধ্যেই মৎস্য অধিদপ্তরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here