ফেনী এবং কুমিল্লা জেলার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহোদয় কমডোর আরিফ আহমেদ মোস্তফা কর্তৃপক্ষের সদস্য (পরিবহন ও পরিচালন) মোঃ সেলিম ফকির ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রধান দপ্তরে শনিবার (২৪ আগস্ট, ২০২৪) একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইতোমধ্যে গৃহীত ব্যবস্থাসমূহের পর্যালোচনা করা হয়। ফেনী ও কুমিল্লা জেলায় উদ্ধারকারী দলনায়কের সাথে আলোচনা করে উদ্ধার কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হয়।
এ ছাড়া ত্রাণসামগ্রী নিয়ে গমনকারী দলের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং চেয়ারম্যান তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় প্রধানগণকে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানের পর চেয়ারম্যান কর্তৃপক্ষের কন্ট্রোল রুমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব মোঃ সেলিম ফকির এবং পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ তাঁর সাথে ছিলেন।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।