বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বন্যার্দুগত এলাকায় উদ্ধার কার্যক্রম নিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের জরুরি বৈঠক

নদীবাংলা ডেস্ক,

ফেনী এবং কুমিল্লা জেলার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহোদয় কমডোর আরিফ আহমেদ মোস্তফা কর্তৃপক্ষের সদস্য (পরিবহন ও পরিচালন) মোঃ সেলিম ফকির ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রধান দপ্তরে শনিবার (২৪ আগস্ট, ২০২৪) একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইতোমধ্যে গৃহীত ব্যবস্থাসমূহের পর্যালোচনা করা হয়। ফেনী ও কুমিল্লা জেলায় উদ্ধারকারী দলনায়কের সাথে আলোচনা করে উদ্ধার কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হয়।

এ ছাড়া ত্রাণসামগ্রী নিয়ে গমনকারী দলের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং চেয়ারম্যান তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় প্রধানগণকে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানের পর চেয়ারম্যান কর্তৃপক্ষের কন্ট্রোল রুমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব মোঃ সেলিম ফকির এবং পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ তাঁর সাথে ছিলেন।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here