বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বন্যাদুর্গত এলাকায় বিআইডব্লিউটিএর ত্রাণসামগ্রী বিতরণ

নদীবাংলা ডেস্ক,

কুমিল্লা ও ফেনীর বন্যাদুর্গত এলাকায় শনিবার (২৪ আগস্ট, ২০২৪) ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ()। কর্তৃপক্ষেরকর্মকর্তারা উপস্থিত থেকে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও পানীয় জল বিতরণ করেন।

এর আগে সকালে ব্লিআইডব্লিউটিএর পরিচালক (ল্যান্ড অ্যান্ড এস্টেট) এবং অতিরিক্ত পরিচালক ( বন্দর ও পরিবহন) জনাব এ, কে, এম আরিফ উদ্দিনের দিকনির্দেশনায় ১,০২৫ প্যাকেট ত্রাণ সহায়তা বন্যাপীড়িত এলাকায় পাঠানো হয়। দুটি ট্রাকে করে এসব ত্রাণ সামগ্রী কুমিল্লা ও ফেনীতে নেওয়া হয়। বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় সমন্বয় কমিটিসহ ৮ জন কর্মকর্তা সাথে যান।

বিআইডব্লিউটিএর বিতরণ করা প্রতি প্যাকেট ত্রাণসামগ্রীতে রয়েছে চিড়া (১ কেজি), টোস্ট বিস্কুট (১ কেজি), চানাচুর (১/২ কেজি), পানি (২ লিটার) ও  খেজুর (১ কেজি) ও খাবার স্যালাইন (১০ কার্টন)।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here