বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ বিষয়ে বিআইডব্লিউটিএতে জরুরি মতবিনিময় সভা

নদীবাংলা ডেস্ক,

বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা নিয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে মঙ্গলবার (২৭ আগস্ট, ২০২৪) জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৩ আগস্ট থেকে কুমিল্লা ও ফেনী জেলার বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কর্মসূচি পর্যালোচনা করা হয়।

বিস্তারিত আলোচনা এবং পর্যালোচনার পরবেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে-কুমিল্লা এবং ফেনীতে বন্যার পানি ক্রমশ নেমে যাওয়ায় স্পিডবোট সমূহের উপযোগিতা হ্রাস পেয়েছে। তাই নোয়াখালী এবং লক্ষ্মীপর জেলায় স্পিডবোটগুলোকে কাজে লাগানো যায় কিনা সে বিষয়ে মতামত প্রদাণের জন্য উক্ত জেলাসমূহের জেলা প্রশাসকদের সাথে যোগাযোগ করা যেতে পারে। ত্রাণ বিতরণ কাজে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয় জোরালো করতে হবে। কুমিল্লা এবং ফেনী জেলায় বিআইডব্লিউটিএ কর্তৃক ২০৫০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বিতরণযোগ্য ১৫৭৫ প্যাকেট ত্রাণ জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে বন্যার্তদের মধ্যে বিতরণ করতে হবে। নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণের জন্য প্রস্তত থাকতে হবে। বন্যা পরবর্তীতে বাস্তবতা অনুযায়ী ত্রাণ নির্ধারণ করতে হবে। বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিআইডব্লিউটিএর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার ব্যবস্থা করা হবে। বিআইডব্লিউটিএর বিদ্যমান ত্রাণ বিতরণ কার্যক্রমে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগতভাবে অর্থ প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করতে চাইলে স্বাগত জানানো হবে।
সবশেষে, বর্তমান বন্যা পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ কাজে কর্তৃপক্ষের যেসব কর্মকর্তা-কর্মচারী নিবেদিতভাবে ও নিরলসভাবে কাজ করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here