ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া এলাকায় উদ্ভুত বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ আগস্ট, ২০২৪) সকাল ৬টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় অপেক্ষা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, প্রধান প্রকৌশলী (ড্রেজিং), পরিচালক (নৌ-সওপ), পরিচালক (নৌ-নিট্রা), পরিচালক (প্রশাসন) সভায় অংশ নেন। উজান থেকে ফেনী ও মুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় বন্যাদুর্গত জনগণের পাশে থেকে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় সহায়তা দেবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রয়োজনীয় লজেস্টিক সাপোর্ট নিয়ে ১০টি স্পিডবোট বন্যা দুর্গত এলাকায় লোকজনের উদ্ধার কাজে নিয়োজিত করা ও চাঁদপুর শাখা থেকে ডাইভিং সরঞ্জামসহ ডুবুরি টিম প্রেরণ করা। বন্যাকবলিত এলাকাটি নৌ-সওপ বিভাগ, চট্টগ্রামের নিয়ন্ত্রণাধীন হওয়ায় চট্টগ্রামের নৌ-সওপ বিভাগের নিয়ন্ত্রণ কর্মকর্তা জনাব মোঃ সবুর খান সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। জনাব, ওবাইদুল করিম খান, উপ- পরিচালক, না: গঞ্জ উল্লিখিত কাজে সহায়তা প্রদান করবেন। উল্লিখিত কাজে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান।