ফেনীর বন্যাদুর্গত লোকদের উদ্ধারে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ লক্ষ্যে তারা উদ্ধারকাজে লোকবল ও নৌযানের সংখ্যা বাড়িয়েছে।
উদ্ধার কাজে অংশ নিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-সওপ বিভাগের যুগ্ম পরিচালক জনাব মো. সবুর খানসহ এই বিভাগের আরও তিনজন বর্তমানে ফেনীতে অবস্থান করছেন। এ ছাড়াও চট্টগ্রামস্থ বওপ বিভাগ ও প্রকৌশল বিভাগ থেকে আরও চারজন ১০টি লাল বোট, ২টি স্পিডবোট ও তিনটি কাঠের বোটসহ বন্যাদুর্গত এলাকায় গেছেন।
চাঁদপুর শাখার নৌ-সওপ বিভাগ থেকে একজন সহকারী পরিচালক, একজন স্যালভেজ সুপারভাইজার এবং একজন ডুবুরি সেখানে গেছেন। কর্তৃপক্ষের মাওয়া শাখার নৌসওপ বিভাগের পক্ষ থেকে পাঁচটি স্পিডবোট ট্রাকে করে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ শাখার নৌ-সওপ বিভাগ থেকে জনাব ওবায়দুল করিম খানের নেতৃত্বে ১২টি স্পিডবোট রওয়ানা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধার টিমে বিআইডব্লিউটিএর যেসব কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তারা হলেনÑজনাব এ. কে. এম আরিফ উদ্দিন, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ল্যান্ড অ্যান্ড এস্টেট বিভাগ, ঢাকা; জনাব মো. সবুর খান, নৌ-সওপ, চট্টগ্রাম, ফোন: ০১৭১২৮৪৪৩০৯; মো. আমজাদ হোসেন, পরিবহন পরিদর্শক, চট্টগ্রাম, ফোন: ০১৭৫০০১০৮৮৫; মোহাম্মদ কুদ্দুছুর রহমান, ট্রাফিক সুপারভাইজার, চট্টগ্রাম, ফোন: ০১৭৩৫৬৫৫৯৩২; আব্দুর রহিম, নিম্নমান সহকারী, চট্টগ্রাম, ফোন: ০১৭১৯৭২৮৮১২ এবং দুলাল মজুমদার, নিম্নমান সহকারী, চট্টগ্রাম, ফোন: ০১৭১৪২৪৩৯০৯।