বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ফেনীর দুই উপজেলায় আজ ১১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করছে বিআইডব্লিউটিএ

নদীবাংলা ডেস্ক,

ফেনীর ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলার বন্যাদুর্গত এলাকা আজ শুক্রবার (৩০ আগস্ট, ২০২৪) ১১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বন্যাদুর্গত এলাকায় বিআইডব্লিউটিএর উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ নিয়ে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির বৃহস্পতিবারের (২৯ আগস্ট, ২০২৪) বৈঠকের সুপারিশমতে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়।

  1. সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষের পরিচালক (নিরীক্ষা) জনাব গোলাম ফারুক চৌধুরীর নেতৃত্বে ফেনীর ফুলগাজীর বন্যাদুর্গত এলাকায় ৬,০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা নদীবন্দরের উপপরিচালক (বন্দর) জনাব মো. রেজাউল করিমের নেতৃত্বে ছাগলনাইয়ার বন্যাদুর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে আরও ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী।

মির্জাপুর ক্যাডেট কলেজের ২১তম ব্যাচের প্রাক্তনরা দিলেন ৫০০ ব্যাগ ত্রাণ সামগ্রীঃ বন্যার্তদের মাঝে বিতরণের জন্য মির্জাপুর ক্যাডেট কলেজের ২১তম ব্যাচের সম্মানিত প্রাক্তন ক্যাডেটদের ( কর্তৃপক্ষের চেয়ারম্যানের ব্যাচ) পক্ষ থেকে বৃহস্পতিবার বিআইডব্লিউটিএকে ৫০০ ব্যাগ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here