পানির অবাধ প্রবাহ ও নিরাপদ মৎস্য উৎপাদন নিশ্চিতে হাওর অঞ্চলের প্রতিটি সড়ক এলিভেটেড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনকালে তিনি বলেন, আমি এরই মধ্যে জমি ভরাট না করে হাওর, বিল ও জলাভূমি এলাকার প্রতিটি রাস্তা এলিভেটেড করার নির্দেশনা দিয়েছি। বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের চলাচল যেন বাধাগ্রগস্ত না হয় এবং নৌকাসহ মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেজন্য সব সড়ক এলিভেটেড করা হবে।
হাওর এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনানিবাসটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তিনি তাদের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এই এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি এখানে একটি সেনানিবাস স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর ইচ্ছা অনুযায়ী আমরা সেনানিবাসটি স্থাপন করেছি।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ও বেলুন উড়িয়ে দেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সেখানে একটি গাছের চাড়া রোপন করেন ও পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন।