পদ্মায় নৌকা ভাসিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান

0
24

‘মুজিববর্ষ’ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছ থেকে নৌকা উপহার পেলেন রাজশাহীর ২৫ জেলে। ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধুর ছবিযুক্ত পাল উড়িয়ে সেই নৌকা ভাসল পদ্মার বুকে। তার আগে এক অনুষ্ঠানে জেলেদের হাতে বৈঠা তুলে দেন অতিথিরা।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতী নদীপাড়ের ১০০ জন প্রান্তিক জেলেকে ১০০টি নৌকা উপহার দিচ্ছে বিজিবি। সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে ১৫ ডিসেম্বর রাজশাহীতে বিজিবির নৌকা বিতরণের অনুষ্ঠানটি হয় মহানগরের টি-বাঁধ এলাকাসংলগ্ন পদ্মা নদীর পাড়ে। অনুষ্ঠানে ২৫ জেলেকে নৌকা ও পাল ছাড়াও গেঞ্জি ও লুঙ্গি উপহার দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

এএইচএম খায়রুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজের অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক জেলেদের নৌকা উপহার দিয়েছে বিজিবি। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে স্মরণের এটি অনন্য উদ্যোগ।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় শত নৌকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপনের এই আয়োজন। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর স্মরণে ১০০টি নৌকা প্রান্তিক জেলেদের দেওয়া হলো। এ নৌকা পেয়ে সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা ভালোভাবে জীবিকা নির্বাহ করবেন এবং স্বাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাবেন।

তিনি বলেন, এই ১০০টি নৌকা শুধু ১০০ জন জেলেকেই নয়, বরং ১০০টি পরিবারকেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠী যত বেশি স্বাবলম্বী হয়ে উঠবে, সীমান্ত-সংক্রান্ত অপরাধ ও চোলাচালান তত হ্রাস পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here