ঈদ পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার (৪ এপ্রিল, ২০২৫) পটুয়াখালী নদীবন্দরের ঈদ ব্যবস্থাপনা তদারকি করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী নদীবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা জনাব জাকী শাহরিয়ার এবং পরিবহন পরিদর্শক তুষার কান্তি বণিক। পরিদর্শনকালে অতিরিক্ত পরিচালক সব ধরনের তোশক উচ্ছেদ করে যাত্রীদের সরকার নির্ধারিত ভাড়া প্রদানে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।