বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নৌযানকে আশুলিয়া ব্রিজের ক্ষতিগ্রস্ত স্প্যান এড়িয়ে চলার পরামর্শ

নদীবাংলা ডেস্ক,

বালিবোঝাই বাল্কহেডের ধাক্কায় তুরাগ নদীর ওপর নির্মিত আশুলিয়া ব্রিজের ক্ষতিগ্রস্ত স্প্যানের নিচ দিয়ে নৌযান চলাচল না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)। ১৮ জুলাই, ২০২৪ নৌ-সংরক্ষণ ও পরিবহন বিভাগের পরিচালক মোঃ শাহজাহান স্বাক্ষরিত এক বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের এলাইনমেন্টের মধ্যে তুরাগ নদীর উপর অবস্থিত আশুলিয়া ব্রিজের (৩ নং ব্রিজ) পিয়ারে বালিবোঝাই বান্ধহেডের বারংবার ধাক্কায় সেতুর দুটি স্প্যানের বাইরের দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় গার্ডার দুটি মেরামত করা না হলে যেকানো সময় ভেঙে পড়তে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে ১৮ জুলাই, ২০২৪ থেকে ২ আগস্ট, ২০২৪ পর্যন্ত ঢাকা থেকে আশুলিয়া অভিমুখে দ্বিতীয় স্প্যানে এবং ৩ আগস্ট, ২০২৪ থেকে ১২ আগস্ট, ২০২৪ পর্যন্ত তৃতীয় স্প্যানে ঝুলন্ত প্ল্যাটফরম তৈরির মাধ্যমে গার্ডার দুটির মেরামতকাজ করা হবে। এই সময়ে আশুলিয়া ব্রিজের ক্ষতিগ্রস্ত স্প্যানের নিচ দিয়ে চলাচলকারি নৌযানগুলোকে অবশিষ্ট স্প্যানের নিচ দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অবস্থায় নৌপথটিতে চলাচলকারি সকল নৌযানকে ঝুঁকি এড়িয়ে অতি সাবধানতার সাথে চলাচল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here