নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি বৃহস্পতিবার (৪ জুলাই, ২০২৪) সাতক্ষীরা জেলার কালীগঞ্জে ‘বসন্তপুর নদীবন্দর’ পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ১৩ নভেম্বর নদী বন্দরটির কার্যক্রম উদ্বোধন করেন।
বসন্তপুর নদীবন্দর কালীগঞ্জ তথা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। ব্রিটিশরা চলে যাওয়ার পর দেশের দক্ষিণের জনপদ কালিগঞ্জের বসন্তপুরে চালু হয় নৌ বন্দরের কার্যক্রম। নদীবন্দরটির মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতি অন্যরকম গতি পায় এবং ব্যবসা-বাণিজ্যের পসার ঘটে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় নদীবন্দরটি। সাতক্ষীরা তথা দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের কথা বিবেচনা করে দীর্ঘ প্রায় ছয় দশক পর আবার চালু হয়েছে নদীবন্দরটি।