নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমানায় মরা মেঘনার শাখা নদী দখলমুক্ত করার দাবিতে ৪ জুন মানববন্ধন করেছে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী জেলা শাখা। মাবনবন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা মেঘনায় নতুন চর জেগে ওঠায় এবং নদীর চর মসজিদ এলাকায় বাঁধ দেওয়ার কারণে নদীর একটি অংশ মরে যায়। এ সুযোগে স্থানীয় ভূমি অফিসের যোগসাজশে এক শ্রেণির মানুষ নদীতে মাছের খামার ও ঘরবাড়ি নির্মাণ করে দখল করে নেয়। দখলদারদের উচ্ছেদ করে সুবর্ণচরের প্রাকৃতিক জলাধার রক্ষায় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে।