নিবন্ধন ছাড়া স্পিডবোট চলাচল নয়

0
20

নিবন্ধন ছাড়া কোনো স্পিডবোট চলাচল করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। এ বিষয়ে সরকারের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নৌপরিবহন অধিদপ্তরকে স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নিবন্ধন সপ্তাহ পালনের নির্দেশ দেন তিনি।

৩ সেপ্টেম্বর সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অধিদপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম-সংক্রান্ত বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী অধিদপ্তরের সেবার মানে আরো গতিশীল করতে জনবল নিয়োগ, বিশেষ করে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রমে গতি আনার নির্দেশ দেন। নৌ-দুর্ঘটনা কমাতে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, সরকারি শিপিং অফিসের শিপিং মাস্টার মো. জাকির হোসেন চৌধুরী এবং নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী পরে সভাকক্ষ থেকে বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম-সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন ফয়সাল আজিম অন্যদের মধ্যে অনলাইনে যুক্ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here