বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে আবারও ফেরি চালু

মুন্সিগঞ্জের গজারিয়া এবং নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌপথে পুনরায় ফেরি চালাচল শুরু হয়েছে। ৯ নভেম্বর সকাল ১০টার দিকে সেবাটি চালু হয়। প্রাথমিক পর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

মুন্সিগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে আগে ৫০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে।
এর আগে ২০১৮ সালের ৩ জুন এই নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুই তীরের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তবে এবার সড়ক প্রশস্ত এবং মানোন্নয়ন করা হয়েছে। ফলে এই পথে যোগাযোগ আগের চেয়ে সহজ ও দ্রæততর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here