ঘোড়াশাল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার শিমুলীয়া ঘাট থেকে কেন্দুয়া মৌজার উত্তরা জুট মিলস পর্যন্ত ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (৯ জুলাই, ২০২৪) অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে নদীর দুই একর তীরভূমি।
এদিনের অভিযানে যেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তার মধ্যে রয়েছে লা রিভারিয়া রিসোর্টের তিনটি কটেজ, রিসোর্টের চারটি বাউন্ডারি ওয়াল, একটি সুইমিংপুল ও পাঁচটি টংঘর। এ ছাড়া ফকির ফ্যাশন লিমিটেডের তিনটি বাউন্ডারি ওয়াল, জনৈক মোঘল হাজীর ছয়টি বাউন্ডারি ওয়াল ও আধা পাকা সাতটি ভবন, বিগেডিয়ার ইব্রাহীমের তিনটি বাউন্ডারি ওয়াল ও আধা পাকা একটি ভবন এবং উত্তরা জুট মিলসের তিনটি বাউন্ডারি ওয়ালও এদিন উচ্ছেদ করা হয়।