তরল বর্জ্য নির্গমনের মধ্য দিয়ে ধলেশ্বরী নদীর দূষণ ঘটানোয় সাভারের ট্যানারি পল্লির সাতটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট সেল ও অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ট্যানারি পল্লিতে যৌথ অভিযান চালিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে, ২৮ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলি রাজীব মাহমুদ মিথুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাগুলোর পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই সাত কারখানা হলো সিটি লেদার, ইউসুফ ব্রাদার্স ট্যানারিজ লিমিটেড, সাথী লেদার লিমিটেড, গ্রেট ইস্টার্ন ট্যানারি প্রাইভেট লিমিটেড, বাংলা ট্যান লেদার প্রোডাক্ট লিমিটেড, ফেনী লেদার লিমিটেড ও পূবালী ট্যানারি লিমিটেড।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক রবিউল আউয়াল খান ও হায়াৎ মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম অভিযানের সময় উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।