বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নদী দূষণের দায়ে সাভারের পাঁচ ট্যানারি বন্ধ

অপরিশোধিত তরল বর্জ্য ফেলে নদী দূষণের দায়ে সাভারের চামড়া শিল্প নগরীর পাঁচটি ট্যানারির বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ১৩ ডিসেম্বর এক অভিযানে জহির ট্যানিং ইন্ডাস্ট্রি, এসঅ্যান্ডএস ট্যানারি, ইসমাইল লেদার, মেসার্স মমতাজ ট্যানারি এবং মেসার্স লিয়েন এন্টারপ্রাইজের পরিষেবা সংযোগ ১৩ ডিসেম্বর বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ অভিযানটি পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ধলেশ^রী নদীতে আপরিশোধিত বর্জ্য নিক্ষেপ বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে নদী দূষণ করছিল ট্যানারিগুলো।

অপরিশোধিত বর্জ্য নিক্ষেপ করে ধলেশ^রী নদীর দূষণ ঘটানোর দায়ে ১ মার্চ সাভার চামড়া শিল্প নগরীর আরও সাতটি ট্যানারির পরিষেবা সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here