‘নদী দখলমুক্ত ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নয়’

0
22

নদী ও খাল-বিল দখলমুক্ত করা ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান। ১ ডিসেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদ মিলনায়তনে নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধ-বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের শরীরে রক্ত প্রবাহের জন্য যেমন শিরা-উপশিরা প্রয়োজন তেমনিভাবে দেশ ও পরিবেশ বাঁচাতেও নদী সচল রাখা জরুরি।

‘বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নদীরক্ষা কমিটি মতবিনিময় সভাটির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ, জাতীয় নদীরক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন।

জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান এদিন সকালে ধলেশ্বরী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা, নর্দান ও মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস কর্তৃক নির্মিত দুটি রাস্তা, শাহ মেরিন রিসোর্টসহ নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পাশাপাশি সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ ও বিভিন্ন সময়ে বন্দোবস্ত দেওয়া জমির দলিল বাতিল করার আদেশও দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here