বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

‘নদী খনন অব্যাহত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’

নদীবাংলা ডেস্ক,

খননের মাধ্যমে দেশের প্রধান প্রধান প্রবাহ অব্যাহত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে নদী খননের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

২৮ জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জে নাগদা নদীর ২২ কিলোমিটার খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুবাইলের বিন্দান এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি হলে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া, বিআইডবিøউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর সদস্য যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ, কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও আব্দুস সালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here