বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নদীর সীমানা চিহ্নিত জায়গা পুনর্দখল আরও বেশি অপরাধ: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নদীর সীমানা চিহ্নিত জায়গা পুনর্দখল করলে তা আরও বেশি অপরাধ হবে বলে সতর্ক করে দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। মুজিব বর্ষে গত ১৩ জুলাই ঢাকার চারপাশের নদীর তীরভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় কেউ এ ধরনের দুঃসাহস দেখাবেন না। নদীতীর দখলকারীরা শক্তিশালী ও ক্ষমতাবান ছিল, আমরা তাদেরকে দখলদার হিসেবে দেখেছি। নদীতীর দখলমুক্ত করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। প্রধানমন্ত্রীর সাহসিকতা ও সমর্থনের কারণে চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ নদীতীর দখলমুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

উদ্ধারকৃত জায়গায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। নদী রক্ষা, দখল ও দূষণ রোধ এবং পরিবেশের উন্নয়নে মহাপরিকল্পনা অনুমোদিত হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঢাকার চারপাশের নদীই শুধু নয়, ঢাকার মধ্য দিয়ে নৌ চলাচল সম্ভব হবে।

অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here