নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ নভেম্বর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই তাগিদ দেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
সভাশেষে পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুততম সময়ে সড়ক পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে বলেন।
পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, নদীভাঙন রোধের প্রধান কৌশল হচ্ছে পানির স্রোত বা প্রবাহ ধরে রাখা। এজন্য নদী খননের মাধ্যমে নাব্যতা বজায় রাখতে হবে। কোনো কারণে যেন পানির স্রোত কোথাও বন্ধ না হয়, সংশ্লিষ্টদের সেদিকে মনোযোগ দেওয়ার নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।